আমরা কীভাবে আপনার সংস্থাকে সহায়তা করতে পারি সে সম্পর্কে আপনার কি প্রশ্ন রয়েছে? আমাদের একটি ইমেল প্রেরণ করুন এবং আমরা শীঘ্রই যোগাযোগ করব।
বিশেষজ্ঞদের মতে, মাটির পাত্রে চা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না। কিন্তু প্লাস্টিকের কাপে গরম পানীয় খাওয়া একেবারেই ঠিক নয়। গরমের সংস্পর্শে আসার পর প্লাস্টিকের শরীরে থাকা একাধিক কেমিক্যাল গরম হতে শুরু করে। পানীয়তে মিশতে থাকা এসব কেমিক্যাল শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এসব রাসায়নিকের কারণে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। অন্যদিকে মাটির পটে চা খেলে কিংবা যেকোন খাবার খেলে এমন কোনো আশঙ্কাই থাকে না। তাই নিশ্চিন্তে মাটির পটে চা, দৈ খাওয়া যায়। পরিবেশবান্ধব মাটির পাত্রে চা/দৈ খাওয়ার পর তা এদিক-সেদিক ফেলে দিলেও তাতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। কারণ তা ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যায়।