পরিবেশ ও গাছের সুরক্ষায় প্লাস্টিকের পরিবর্তে মাটির টবের কোন বিকল্প নেই। মাটির টবে গাছের জন্য দেয়া মাটি থাকে আর্দ্র। গাছে পানি দিলে সেটা সমমাত্রায় শোষিত হয়। গাছের জন্য মাটির টব অনেক বেশি উপকারী। মাটির টবে চারপাশে অক্সিজেন খেলতে পারে এবং মাটিতেও যথেষ্ট পরিমাণ অক্সিজেন পেনিট্রেট করতে পারে ফলে গাছ সুস্থ ভাবে নিশ্বাস নিতে পারে। এছাড়া অতিরিক্ত জল বাষ্প হয়ে যাওয়ার সুযোগ থাকে। গাছের গোঁড়া ঠাণ্ডা থাকে । মাটির টব অনেক বেশি পানি শোষণ ও ধরে রাখতে পারে। সর্বোপরি ঘরের বা বাগানের শ্রী বৃদ্ধি করে। তাই পরিবেশ রক্ষা ও সাথে সবুজ পরিবেশের ছোঁয়া পেতে মাটির টব ব্যবহার করুন।

Showing 1–12 of 64 results

দেখান 9 24 36