আমরা কীভাবে আপনার সংস্থাকে সহায়তা করতে পারি সে সম্পর্কে আপনার কি প্রশ্ন রয়েছে? আমাদের একটি ইমেল প্রেরণ করুন এবং আমরা শীঘ্রই যোগাযোগ করব।
অগোছালো টেবিল কাজের প্রতি অনীহা বাড়ায়, মনোযোগ কেড়ে নেয়, অস্বাস্থ্যকরও বটে। বছরের শুরু থেকেই আপনার কাজের জায়গাটি অর্থাৎ ডেস্কটি নতুনভাবে গুছিয়ে নিন। সুন্দর পরিপাটি, গোছানো জায়গায় কাজে সহজেই মনোযোগ আসে, সেই সঙ্গে কাজের মানও ভালো হয়। আর গোছানো টেবিলের অন্যতম একটি উপাদান হচ্ছে কলমদানি। টেবিলের এলোমেলো জিনিসপত্র গুছিয়ে রাখে কলমদানি। তবে মেয়েরা চাইলে কলমদানিতে নিজেদের সাজসরঞ্জাম গুছিয়ে রাখতে পারেন।
কিছু ছোট মাটির টব আছে যা একদিকে যেমন টব বা ফুলদানি হিসেবে ব্যবহার করা যায় তেমনি অনেকে আবার এটিকে কলমদানি হিসেবেও ব্যবহার করে। ফুলের সৌন্দর্যে ও সৌরভে পরাস্ত হননি এমন মানুষ পৃথিবীতে বিরল। তাই তো ঘর সাজাতে সবাই আমরা ফুলকেই প্রাধান্য দিয়ে থাকি। এ ক্ষেত্রে ফুলদানি নির্বাচনও খুব গুরুত্বপূর্ণ। টেবিলের উপর এক পাশে রাখা ছোট্ট ফুলদানিতে সাজানো একগুচ্ছ ফুল নিমিষে ঘরে নিয়ে আসে সতেজ আমেজ। আবার অন্যদিকে পড়ার টেবিলে সুন্দর একটা কলমদানি পড়ার টেবিলের সৌন্দর্য্যও অনেকগুন বাড়িয়ে দেয়।