ঘুম থেকে উঠেই আয়না দেখার অনেকেরই অভ্যেস রয়েছে। আগে আয়নার ব্যবহার শুধু সাজসজ্জার মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন ঘর সজ্জায়ও ব্যবহৃত হচ্ছে। আজকাল ঘর সাজাতে আয়নার ব্যবহার কমবেশী সবাই করছে। তাই ডিজাইনেরও কোনো কমতি নেই। বিভিন্ন শেপের আয়না পাওয়া যায়। আয়নার ব্যবহারর আপনার রুচি এবং সৃজনশীলতার পরিচয় দেয়। এটি পছন্দ অনুসারে ইচ্ছেমতো যেকোনো জায়গায় রাখা যায়। আপনার দেয়ালের রঙ ও কারুশিল্প কে দৃষ্টি নন্দন করে তোলে আয়না। আয়না দিয়ে বাড়ি সাজিয়ে তুলুন, তাতে শান্তিও বজায় থাকবে, পাশাপাশি শৌখিনতাও বৃদ্ধি পাবে।

Showing 1–9 of 12 results

দেখান 9 24 36